শান্তির গান ।। মহাদেব সাহা

এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা এশিয়ার কৃষক
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা আফ্রিকার শ্রমিক
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা ইউরোপের শিশু
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমাদের সকলের সমবেত প্রার্থনা আজ শান্তি-
এই শান্তির জন্যে মিউনিখ শহর তোলপাড় করেছি আমরা
এই শান্তির জন্যে ইটালীর রাজপথে করেছি দীর্ঘ মিছিল
এই শান্তির জন্যে নিউইয়র্ক শহরে বিক্ষোভ করেছি
অসংখ্য মানুষ;
এই শান্তির জন্যে আমরা আফ্রিকার শিশু
প্যালেস্টাইনের কিশোর আর নামিবিয়ার যুবক
কত বিনিদ্র রাত কাটিয়েছি
আবার এই শান্তির জন্যে বাংলার
দুঃখিনী মায়ের চোখে ঘুম নেই
আনহারী শিশুর মুখে অন্ন নেই
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
পদ্মার ভাটিয়ালী গানের সুরে
ভলগার উদ্দাম প্রবাহে
কঙ্গোর শীতল জলের ধারায়
এই শান্তির জন্যে ব্যাকুলতা।
এই পৃথিবীতে শান্তি চাই আমরা
সবুজ শস্যক্ষেত, সদ্য ফোঁটা ফুল ও শিশুর হাসির জন্য
পৃথিবী জুড়ে আমরা চাই শান্তিকল্যাণ
মাইল মাইল শান্তি কল্যাণ
যোজন যোজন শান্তি কল্যাণ
গুচ্ছ গুচ্ছ শান্তি কল্যাণ
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা আফ্রিকার কালো মানুষ
এশিয়ার চাষী মজুর
ইউরোপের মেহনতি মানুষ
শান্তি চাই এই পৃথিবীতে
শান্তি চাই আমরা যারা লেনিনকে ভালোবাসি
শান্তি চাই যারা শিশুদের ভালোবাসি
শান্তি চাই যারা রাঙা গোলাপ ভালোবাসি
শান্তি চাই যারা লুমুম্বা, আলেন্দ ও
শেখ মুজিবের নিষ্ঠুর মৃত্যুর জন্য কাঁদি
শান্তি চাই যারা পিকাসোরে গোয়ের্নিকার কথা ভাবি
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
শিশুদের পদধ্বনির মতো শান্তি
বকুল ঝরে পড়ার মতো শান্তি
রজনীগন্ধার খোলা পাপড়ির মতো শান্তি
আমরা হিরোসিমা নাগাসাকির ব্যথিত আত্মা
আমরা শান্তি চাই
আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধের শহীদ
আমরা শান্তি চাই
আমরা শোকাহত মায়ের চোখের জল
বোনের ক্রন্দন, স্ত্রীর শোকাশ্রু
আমরা শান্তি চাই
আমরা পৃথিবীর প্রেমিক প্রেমিকা
আমরা শান্তি চাই
আমরা মেহনতি মানুষের মুক্তিকামী তরুন
আমরা শান্তি চাই
আমরা আফ্রিকার দুর্জয় গেরিলা
আমরা শান্তি চাই
আমরা সমাজতন্ত্রের সৈনিক
আমরা শান্তি চাই
আমরা বিপ্লবী আমরা শান্তি চাই
আমরা ফুল ভালবাসি
পাখী ভালবাসি
নারীর গভীর চোখ ভালবাসি
আমরা শান্তি চাই
আমরা কবিতা ভালবাসি
আমরা শান্তি চাই
আমরা শিল্প ও জীবন ভালবাসি
আমরা শান্তি চাই
আমরা এখনো
মানুষের হৃদয় ও মনুষ্যত্বে সমান বিশ্বাসী
আমরা শান্তি চাই
আমরা আমাদের পিতা ও পিতামহদের
সমাধীর পাশে দাঁড়িয়ে শান্তি চাই
এই পৃথিবীতে আমরা শান্তি চাই,
শান্তি চাই, শান্তি চাই।

Post a Comment

0 Comments