"বিশ্ব সাহিত্য কেন্দ্রে বৈশাখী আনন্দ উৎসবে মেতে ওঠে আমাদের গল্পকথা"




গতকাল ১৮ এপ্রিল, বৃহস্পতিবার, বিকাল সাড়ে চারটার সময় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আমাদের গল্পকথার ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে ঢাকায় বাংলা মটরের পাশে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো "বৈশাখী কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ-১৪২৬"।


ঢাকা বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি মনির ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, কলকাতার হতে আগত বিশিষ্ট কবি শ্যামল সোম, আমাদের গল্পকথা সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি ও প্রাবন্ধিক সৈয়দ আসাদুজ্জামান সুহান, সংগঠনের কেন্দ্রীয় পরিচালক কবি মাহাবুবা লাকি ও সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি মকবুল হোসেন বকুল।


এছাড়াও উপস্থিতি ছিলেন আমাদের গল্পকথা সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের পরিচালক মামুন আব্দুল্লাহ্, সিনিয়র নির্বাহী সদস্য কবি তারানা নাজনীন, নির্বাহী সদস্য কবি জেসমিন রুমি, ঢাকা বিভাগীয় কমিটির পরিচালক নূরুল শিপার খান, আলোকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেলী খান রত্না, লাকি ফাউন্ডেশনের চেয়ারম্যান লাকি আহমেদ, স্বসাপের প্রতিষ্ঠাতা কবি রোকসানা সুখী, কবি ও কবিতার ভুবনের প্রতিষ্ঠাতা কবি মামুনুর রশিদ, সাহিত্যকুঞ্জের প্রতিষ্ঠাতা কবি ফিরোজ মোল্লা, সাহিত্যকুঞ্জের সভাপতি কবি শাহনাজ খান, কবি সিদ্দিক আহমদ, কবি রেজাউল করিম, কবি তাহমিনা রহমান, কবি ফারজানা কানিজ, কবি সৈহের নাজ প্রিয়ন্তি, কবি জসিম হোসাইন, দুলারী রহমান, কবি জান্নাতুল বাকী, কবি দিপাশ আনোয়ার, কবি আলহাজ শরীফ শাকী, কবি এস এ কে রেজাউল করিম, কবি সালাহউদ্দিন খোকা, কবি শাহতাজ জেরিন, কবি শাহরিয়ার কামাল, কবি মাসুম হাসান খান, কবি শাহজাহান মোহাম্মদ, কবি ইশতিয়াক হোসেন, কবি মোহাম্মাদ রবিউল হোসেন, কবি মির্জা আনোয়ার হোসেন প্রমুখ।


আমন্ত্রিত অতিথিদের মূল্যবান জ্ঞানগর্ভ আলোচনায়, বৈশাখী কবিতা পাঠ, বৈশাখী গান, বাঙালি নাচ ও একক অভিনয়ের প্রাণবন্ত পরিবেশনায় পুরো আয়োজনটি হয়ে উঠে উৎসব মুখর। অনুষ্ঠানের শেষে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি কবি মনির ইসলাম অনুষ্ঠানে আগত সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Post a Comment

0 Comments