আধুনিক বাংলা সাহিত্যের বরেণ্য কবি ও সাহিত্যিক জাকির আবু জাফর এর জন্মদিনের শুভেচ্ছা। পহেলা জুলাই তার জন্মদিন। শিল্পীকে বিহঙ্গের সুর পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল। তার রয়েছে শিশু-কিশোর সাহিত্যের বিশাল সম্ভার। তিনি অমায়িক একজন মানুষ। বড় কথা তার উপমা তিনি স্বয়ং।
শুভ জন্মদিন প্রিয় কবি।
কবি জাকির আবু জাফর ও আধুনিক বাংলা কবিতা
সাঈদ চৌধুরী
কবি ও সাহিত্যিক জাকির আবু জাফরের ৪৮তম জন্মদিন আজ।বাংলা কাব্য ভুবনে কবি জাকির আবু জাফরের আবির্ভাব নব্বই দশকে। সম্পূর্ণ আলাদা মেজাজ ও প্রসাদের কাব্য অভিজ্ঞান নিয়ে তিনি আমাদের সামনে হাজির হন। কবি হিসেবে তিনি যেমন খ্যাত, তেমনি চমৎকার গান লিখে নন্দিত গীতিকার হিসেবেও সমানভাবে জনপ্রিয়। উপন্যাস, থ্রিলার, প্রবন্ধ ও ছড়া সাহিত্যে অনবরত সাফল্য ও সম্ভাবনার তুর্য নিনাদ বাজিয়ে চলেছেন তিনি।
ফেলে আসা গ্রামের মেঠোপথ, আপনজনের মধুর স্মৃতি, সব কিছুকে পেছনে ঠেলে মানুষ যখন শহরমুখী। জীবনের তাগিদে কংক্রিটের দেয়ালে ঘেরা শহরে ছুটছে মানুষ। তখন জাকির আবু জাফর গ্রামের সবুজ-শ্যামলা গৃহে কাটান ঈদের ছুটি। ছুটে চলেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া গ্রামে। মমতার পরশ লাভে মা-বাবা আর দাদা-দাদির সান্নিধ্যে।
এমন একটা সময়ে জাকির আবু জাফর বিশ্বাসী কবিতায় ঝংকার তুলেন, যখন অন্য কবিরা সংশয়ী। পরলৌকিক বিষয় সমূহে অবিশ্বাসী হিসেবে তারা উন্নাসিকতা প্রদর্শন করছেন। অনেকেই পল্লী জীবন ছেড়ে নাগরিক কবি হবার প্রতিযোগিতায় লিপ্ত। আধুনিক কবি হিসেবে পরিচয় লাভের জন্য নগর কেন্দ্রিক জীবনকেই সাহিত্যের উপাদান হিসেবে বরণ করে নিচ্ছেন। পল্লীকে দেখছেন শহরের বাতায়নে উঁকি দিয়ে।
কবি জাকির আবু জাফরের কাছে এই পরিবর্তন একটি প্রহেলিকা মাত্র। কারণ এরা জানেনা যে, তাদের আরাধ্য নগরী কলকাতায় সংশয়বাদ অসুস্থতায় রূপ নিয়েছে। আর ইজারাদার ও রেভেন্যু সুপারভাইজারের অত্যাচারে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিক্ষুব্ধ বুদ্ধদেব বসু লিখেছেন, জীবন ফেনিল হয়ে উঠেছে শহরে – স্বার্থের আঘাতে, বিলাসিতার লাস্যে, দারিদ্রে্র ভয়াবহতায়, উপচে পড়ছে কূল ছাপিয়ে।
পল্লী জীবন ও চিরায়ত সমাজের গভীরতর মনন, আধুনিক জীবনবোধ ও নাগরিক জীবন জাকির আবু জাফরের কবিতার দ্যুতিতে ছড়িয়েছে নতুন বিভায়। গ্রাম বাংলার পথ-প্রান্তর, নদী-নালা, গাছ-পালা ও ধুলো-বালি আর নগর জীবনের হাসি-আনন্দ এবং ঘাত-অভিঘাতের মুখচ্ছবি অঙ্কিত হয়েছে তার কবিতায়।
বিহঙ্গের সুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবৃত্তিশিল্পী আলমগীর ইসলাম শান্ত বরেণ্য কবিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
বা থেকে আলমগীর ইসলাম শান্ত, আবিদ আজম, জাফরুল্লাহ ও সবুজ ভাইয়া।
ছবিতে কবি জাকির আবু জাফর এর সাথে কবি জাহাঙ্গীর ফিরোজ, জাহিদুল হক, জামসেদ ওয়াজেদ, আবিদ আজম, আলমগীর ইসলাম শান্ত, আব্দুল আওয়াল সবুজ সহ অন্যান্য।
কবি, কবি পত্নী ও বড় সন্তান
0 Comments