পুরোনো সরোদ




❝ সরোদ বাজাতে জানলে বড় ভাল হতো
ফুলেশ্বরীর বুক আমার বুকেই ভিড়তো
তাঁর হাত আমার পিঠ চাপড়ে বলতো-
ভাল আছো তো?
সরোদ বাজাতে জানলে মধ্যরাতে সে আমারই হতো
আর চোখে চোখ রেখে, ঠোঁটে ঠোঁট রাখতো
ফুলেশ্বরী শুধু আমারই হতো ❞

পুরোনো সরোদ
--আলমগীর ইসলাম শান্ত


Post a Comment

0 Comments