তোমার গল্প বেঁচে থাকুক


তোমার গল্প বেঁচে থাকুক।
শুনশান নিরবতায় এ শহর আজ ঘুমিয়ে।
নেই আর কোলাহল তিমির রজনী শেষে।
ধীরে ধীরে সব একে একে হয়ে যাবে অচেনা।
তোমার ধুলো পড়া স্মৃতিতে জমা থাকুক বাকি ইতিহাস।
আর দেখা না হোক আমাদের বিভীষিকার গল্পে।


- আলমগীর ইসলাম শান্ত
বাংলামোটর, ঢাকা

Post a Comment

0 Comments