বাংলাদেশী চার আবৃত্তিশিল্পীর রাতভর আবৃত্তি পরিবেশন


বাংলাদেশী চার আবৃত্তিশিল্পী প্রথমবারের মতো রাতভর আবৃত্তি পরিবেশন করবেন। আগামী ৪ঠা জুন ২০২১ যথাক্রমে রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত আবৃত্তি করে শোনাবেন এই চার আবৃত্তিশিল্পী। আবৃত্তি আড্ডার মধ্য দিয়ে এই শিল্পীদের সংগ্রামের ও যাপিত জীবন নিয়ে নানান তথ্য ও তত্ব পাওয়া যাবে। সরাসরি সম্প্রচারিত হবে বিহঙ্গের সুর অফিসিয়াল ফেসবুক পেজইউটিউব চ্যানেল থেকে। এ ছাড়াও সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন শুদ্ধস্বর কবিতা মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একযোগে সম্প্রচারিত হবে।

শিল্পী পরিচিতি:

ইসহাক আলী
জন্ম শেরপুর জেলায়। পড়াশোনা করছেন ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে দর্শন শাস্ত্রে। সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন শুদ্ধস্বর কবিতা মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও আবৃত্তি নিয়ে কাজ করেন টিএসসি কেন্দ্রিক সংগঠন আবৃত্তি একাডেমীতে। আবৃত্তি নিয়ে একবুক স্বপ্ন ও ভালোবাসা লালন করেন এই শিল্পী। 

প্রান্তিক হোসাইন
জন্ম ব্রাক্ষ্মণবাড়িয়ায়। পড়াশোনা করছেন ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে বাংলা সাহিত্যে। সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন শুদ্ধস্বর কবিতা মঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বরেণ্য আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম পরিচালিত স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সঙ্গেও যুক্ত।

তাহমিদ জামান
জন্ম শরিয়তপুরে। পড়াশোনা করছেন ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে বাংলা সাহিত্যে। সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন শুদ্ধস্বর কবিতা মঞ্চের সঙ্গে যুক্ত। এ ছাড়াও বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা পরিচালিত আবৃত্তি সংগঠন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীর সঙ্গে যুক্ত।

আলমগীর ইসলাম শান্ত
জন্ম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। তিনি পড়াশোনা করছেন ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে বাংলা সাহিত্যে। তিনি আবৃত্তিকে গণমানুষের কাছে ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন বিহঙ্গের সুর। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন শুদ্ধস্বর কবিতা মঞ্চের সঙ্গে যুক্ত এবং বর্তমানে সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও আবৃত্তি নিয়ে তার একবুক স্বপ্ন। 

এই চার শিল্পী ছাড়াও আরো দুজন অতিথি শিল্পী আবৃত্তি পরিবেশন করবেন;

আনিকা ফাহমিদা
জন্ম কুমিল্লা জেলায়। পড়াশোনা করছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইংরেজি ভাষা ও সাহিত্যে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সাহিত্য ফোরামে বর্তমানে সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বৈকুণ্ঠ আবৃত্তি একাডমীতে যুক্ত হয়ে সাধারণ সদস্য হিসেবে কাজ করছেন।

ঊর্মি আক্তার টুম্পা 
১৯৯৬ সালের মে মাসে ঢাকায় জন্ম। পড়াশোনা করছেন সরকারি তিতুমীর কলেজে প্রাণিবিদ্যা বিভাগে। তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন শুদ্ধস্বর কবিতা মঞ্চে বর্তমানে অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৮ সালে টিএসসি কেন্দ্রিক আবৃত্তি সংগঠন আবৃত্তি একাডেমীতে যুক্ত হয়ে সাধারণ সদস্য হিসেবে কাজ করছেন।


সরাসরি সম্প্রচার: বিহঙ্গের সুর 

৪ঠা জুন ২০২১ শুক্রবার । রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত ।

এই অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক সহযোগিতায় বিহঙ্গের সুর টিম

Post a Comment

0 Comments