আবৃত্তিশিল্পী আলমগীর ইসলাম শান্ত

আলমগীর ইসলাম শান্ত। জন্ম ২৪ মার্চ, ১৯৯৪, সাতক্ষীরা জেলা। তাঁর দুই ভাই, তিন বোন। শৈশবের পাঠ চুকিয়ে ঢাকায় আসেন। বর্তমানে সরকারি তিতুমীর কলেজে বাংলা সাহিত্যে অনার্স পড়ছেন। কলেজ জীবন থেকে মূলত সাহিত্যর প্রতি ঝুকে পড়া। উচ্চ মাধ্যমিকে রায়হান কলেজে অধ্যায়ণকালে প্রিন্সিপাল রহিমা আফরোজ মিলি (ম্যাম) এর অনুপ্রেরণায় আবৃত্তি নিয়ে কাজ করার সাহস জন্মে। প্রথম পরিবেশনা ২০১৫ সালে, "ফেরীওয়ালা" একক আবৃত্তি এ্যালবাম। তারপর ২০১৬ থেকে এ পর্যন্ত সতেরোটি একক আবৃত্তি এ্যালবাম প্রকাশিত হয়। সাংগঠনিকভাবে আবৃত্তি চর্চা করছেন আবৃত্তির রাজপুত্র শিমূল মুস্তাফার তত্বাবধানে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমীতে। সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন ''শুদ্ধ্বস্বর কবিতা মঞ্চ'' এর সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। পরিচালনা করছেন বিহঙ্গের সুর যেটি আবৃত্তি প্রযোজনা করছেন অর্ধ যুগ থেকে। ইতোমধ্যে আবৃত্তির জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। নজরুল সম্মাননা ২০১৬, বিদ্যাপীঠ সম্মাননা ২০১৭, আমাদের গল্পকথা সম্মাননা স্মারক ২০১৭। আলমগীর ইসলাম শান্ত কবিতাকে আকড়ে জীবনযাপন করতে চান।  

Post a Comment

0 Comments