নবনিযুক্ত অধ্যক্ষ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন

সরকারি তিতুমীর কলেজ দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান (শিক্ষার্থীদের সংখ্যায়)। বাংলাদেশের শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠানটি এক বিশেষ অবদান রেখে চলেছে দীর্ঘদিন যাবত। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা প্রদানের পাশাপাশি মানবিক সুকুমারবৃত্তি প্রকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস গুলো তারা যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা গুলো বেরিয়ে আসছে ক্রমানুসারে। এখানে কেউ রাজনীতি করছে, কেউ বই পড়ছে, কেউবা ক্রিড়াঙ্গনে অবাধে বিচরণ করছেন এবং কেউ কেউ সংস্কৃতি চর্চায় ব্রতী হচ্ছেন। ” শুদ্ধস্বর কবিতা মঞ্চ ” অত্র প্রতিষ্ঠানের একটি সাংস্কৃতিক সংগঠন। যার সাফল্য মণ্ডিত পথচলা দীর্ঘ দেড় বছর। এরই মধ্যে এই সংগঠন তাদের চারটি প্রযোজনা উপহার দিয়েছে। জন্মলগ্ন থেকেই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে আসছে “শুদ্ধস্বর কবিতা মঞ্চ “। এবং আজ এই সংগঠনের সকল সদস্যবৃন্দ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে নবনিযুক্ত অধ্যক্ষ জনাব তহমিনা আক্তার ম্যামকে ফুল দিয়ে বরণ করে নেন। জনাব নাছিমা আক্তার চৌধুরীর (বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ ও সাধারণ সম্পাদক, শুদ্ধস্বর কবিতা মঞ্চ) নেতৃত্বে শুদ্ধস্বর কবিতা মঞ্চের একটি দল নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় সেখানে আরো অনেকেই উপস্থিত ছিলেন। জনাব তহমিনা আক্তার আন্তরিকতার সাথে শুভেচ্ছা গ্রহণ করেন। সেই সাথে তিনি শুদ্ধস্বর কবিতা মঞ্চের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পাশে থাকবার আশ্বাস প্রদান করেন।

Post a Comment

0 Comments