হাত বাড়িয়ে ডাকো

এবং পৃথিবীর শেষ প্রান্তে কুয়াশার মধ্যে দাঁড়িয়েও যদি
আমাকে হাত বাড়িয়ে একবার ডাকো।
এক মুহুর্ত দেরি করবো না তোমার কাছে পৌঁছুতে।
কেননা সত্য আলো ফিনকি দিয়েই আসে অন্ধকার থেকে।

- আলমগীর ইসলাম শান্ত

Post a Comment

0 Comments