খবর নিও

অতএব রাগ কোমল হলে খবর নিও 
আর কবরের পাশে চারা ফুলগাছ ছুঁয়ে আদর করে দিও। 
খুব যত্নের চারাগাছ তারা। 
আমিহারা এতিম যে আজ- খবর নিও তাদের।

- আলমগীর ইসলাম শান্ত

Post a Comment

0 Comments