মৃত্যু এক মহাকাব্য - সালেহীন সাজু


মৃত্যু এক মহাকাব্য

যারা একদিন বাঁচতে চেয়েছিলো
সামান্য সাইরেনের শব্দে দিকবিদিক গর্তে লুকিয়েছিলো
তারা আজ আর কেউ বেঁচে নেই,
মৃত্যু এক মহাকাব্য, সে জানে

যে হাসতে হাসতে ফাঁসির দড়ি, বুলেট নিয়েছে বুকে
ভীতু, কাপুরুষেরা চিরদিন বাঁচতে চায়
বাঁচতে চেয়ে তারা প্রতিদিন মরে যায়;
আর বাজপাখির বাচ্চাগুলো, মৃত্যুকে আলিঙ্গন করে
এক একটি অমর কবিতা হয়ে যায়।

Post a Comment

0 Comments